মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


সিলেটে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে খারিজের এ আদেশ দেন সিলেটের সাইবার দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেম। বিষয়টি বুধবার বিকেলে নিশ্চিত করেন মামলার বাদী অ্যাডভোকেট তানভীর আক্তার খান।

তিনি বলেন, আদেশের নথি আমাদের কাছে এখনো এসে পৌঁছেনি। নথি পাওয়ার পর সিদ্ধান্ত নেব- এ বিষয়ে আপলি করব কি না।

জানা গেছে, ফেসবুক পেজ ‘নাহিদরেইন্স পিকচার্স’ থেকে পেজের পরিচালক নাহিদের উপস্থাপনায় গত ১ ডিসেম্বর লাইভে এসে জাইমা রহমানকে জড়িয়ে ‘কুরুচিপূর্ণ’ কথা বলেন ডা. মুরাদ। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে গত ১২ ডিসেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক আইনজীবী তানভীর আখতার খান বাদী হয়ে সিলেটের সাইবার দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেন। সেই আবেদনটি বুধবার খারিজ করে দেন আদালত। ওই মামলায় ‘নাহিদরেইন্স পিকচার্স’র পরিচালক নাহিদকেও আসামি করা হয়েছিল।

এদিকে, সম্প্রতি এক নায়িকার সঙ্গে মুরাদ হাসানের অশ্লীল কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এতে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সরকার। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। গত মঙ্গলবার পদত্যাগ করেন মুরাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ