মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের মহা সম্মেলন থেকে চার প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আকরাম বিন আব্দুল কুদ্দুস।। কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আল্লামা নূরুল হক সাহেবের সভাপতিত্বে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলন থেকে আট প্রস্তাব দেয়া হয়েছে।

আজ বুধবার অনুষ্ঠিত এ সম্মেলনের প্রস্তাবাবলী নিম্নে দেয়া হলো।

এক. এদেশে একদল আহমদিয়া জামাত নামধারন করে কোরআন হাদীস ও ইসলামী বিভিন্ন শব্দ ব্যবহার করে এদেশের সকল তাওহীদী জনতা কে বিভ্রান্ত করে চলেছে। সুতরাং তাদের এই সকল অপতৎপরতা বন্ধ করে এদেশের কাদিয়ানী সম্প্রদায়কে সম্পূর্ণভাবে অমুসলিম ও কাফের ঘোষনা করার জন্য এই সম্মেলন সরকারের নিকট জোর দাবী জানাচ্ছে।

দুই. এই সম্মেলন সাম্প্রতিককালে অতীব বেদনা দুঃখের সঙ্গে লক্ষ্য করছে যে, কাশ্মীর ও আসাম সহ ভারতের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মুসলমানদের উপরে অমানবিক ও বর্বরোচিত হামলা অব্যহত রয়েছে। মুসলমানদেরকে নিধন করার সকল ষড়যন্ত্র করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গুলো ক্রমেই অগ্রসর হচ্ছে। এই অবস্থায় এই সম্মেলন তীব্র ক্ষোভ প্রকাশ করছে এবং অবিলম্বে মুসলিম নির্যাতন ও নিধনের সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে আন্তর্জাতিক সকল ফোরামে জোর দাবী জানাচ্ছে।

তিন. এদেশে একশ্রেণির কুলাঙ্গার, ধর্মদ্রোহী ইসলাম - মুসলমান, কোরআন - হাদীস ও আল্লাহ রাসুল সম্পর্কে অহরহ কটুক্তি করে চলেছে ।
তাই ইসলামী মহাসম্মেলন এইসকল ধর্মদ্রোহী কুলাঙ্গারদের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন পাশ করার জন্য জোর দাবী জানাচ্ছে।

চার. এদেশের হাজার হাজার কওমী মাদ্রাসা সমাজের বিভিন্নস্তরের সন্তানকে ইসলামী শিক্ষাদানের মাধ্যমে চরিত্রবান ও দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেস্টা করে চলছে।
একটি দুর্নীতি মুক্ত সমাজ ও দেশ গড়তে ইসলামী শিক্ষা তথা নীতি নৈতিকতা শিক্ষার বিকল্প নেই। তাই দেশের সর্বস্তরে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য এ সম্মেলন মাননীয় সরকার প্রধানের কাছে জোর আহবান জানাচ্ছে।

পাঁচ. এদেশে কিছু কিছু সংগঠন তথা "হিযবুত তাওহীদ ও ইসকন" যেগুলো কোরআন হাদিস বিরোধী, ইসলাম বিদ্বেষী ও দেশের স্বার্থবিরোধী সংগঠন। এরা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্রের জাল বিস্তার করে এদেশের সাধারণ মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য উঠে পড়ে নেমেছে এবং দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
তাই ইসলামী মহাসম্মেলন এইসকল ইসলাম বিদ্বেষী ও দেশবিরোধী সংগঠনগুলোকে অবিলম্বে নিষিদ্ধ করার জোর দাবী জানাচ্ছে।

ছয়. নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্ধ্বমুখী অগ্নিমূল্যের ফলে সাধারণ মানুষের জীবন যাপন কঠিন সংকটে পড়েছে। এমতাবস্থায় উর্ধ্বমুখী দ্রব্যমূল্যের লাগাম ধরে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কমিয়ে সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনার লক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য অত্র সম্মেলন সরকারের নিকট জোর আহবান করছে।

সাত. কুমিল্লা মহানগর একটি ঐতিহাসিক প্রাচীনতম শহর। এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস। এখানে রয়েছে নানা অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল-কলেজ ও হাসপাতাল।
কিন্তু বর্তমান যানজট এ মহানগরে একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রত্যহ অসহনীয় যানজটের কবলে পড়ে থাকে নগরবাসী। যানজটের ফলে যাত্রীদের পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ।
এমতাবস্থায় যানজটমুক্ত পরিবেশ সৃষ্টি করে পরিকল্পিত মহানগর গড়তে আজকের এই সম্মেলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানাচ্ছে।

আট. এই সম্মেলন গভীর বেদনার সাথে জানাচ্ছে যে, দেশের অনেক শীর্ষ নিরপরাধ আলেম উলামা কারাবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। এহেন পরিস্থিতিতে আজকের এই মহাসম্মেলন 'গ্রেফতারকৃত নিরপরাধ সকল আলেম'দের নিঃশর্ত দ্রুত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবী জানাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ