মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

দেশে বেড়েছে করোনা শনাক্তের হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর একদিনের ব্যবধানে বেড়েছে করোনা শনাক্তের হার।

নতুন একজনসহ এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬৩ জন। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৮৫১টি ল্যাবে আন্টিজেন টেস্টসহ ২০ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষা নতুন করে ৪৯৫ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জনে দাঁড়াল।

গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২ দশমিক ১০ শতাংশ, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৩৭ শতাংশ। আর এ পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, মৃতের তালিকায় যুক্ত হওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। ২৪ ঘন্টায় দেশের বাকি ৭ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯৭ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্তের কথা জানান হয়। এছাড়া গতকালও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানান হয়।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৩৩২ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৩৩ হাজার ৬৪৮ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ১৯ লাখ ৯২ হাজার ৯২৯ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ