আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ধরণ ওমিক্রনের দাপটে এবার ফ্রান্সে আগের সব রেকর্ড ভেঙে একদিনেই দুই লাখ ৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যান্য শহরের তুলনায় রাজধানী প্যারিসে সংক্রমণের হার বেশি।
বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতে, বিধিনিষেধ না মানার কারণে দ্রুত বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। স্থানীয়রা বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে। আর বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আমরা ভীত সন্ত্রস্ত্র।
এছাড়া এই সংক্রমণ বাড়ার পেছনে সাধারণ মানুষও কম দায়ী নয় বলে মনে করেন স্থানীয়রা। তাদের মতে, অনেকে এখন উদাসীন। সরকারের দেওয়া বিধি-বিধান অনেক ক্ষেত্রেই অনেকে মানছেন না। গণপরিবহনসহ অনেক জায়গায় বিধি-বিধানের তোয়াক্কা করা হচ্ছে না।
একইসঙ্গে সরকারও একেক সময় একেক সিদ্ধান্ত নিচ্ছে। একবার মাস্ক বাধ্যতামূলক ছিল আরেকবার তুলে দেওয়া হলো। এখন আবার বাধ্যতামূলক করা হচ্ছে।
আর ছুটির সময় অনেকেই বিধি-বিধান মানছে না সে কারণেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ । সংক্রমণ ঠেকাতে দেশটির সরকার এখন চতুর্থ ডোজের দিকে যাচ্ছে।