মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
অনুমোদনহীন ডিগ্রি, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে শোকজ ২২০ আসনে লড়বে জামায়াত, বাকিগুলো শরিকদের ‘যারা বলে শরিয়া কায়েম করবে না শরিকদের উচিত তাদের সঙ্গ ত্যাগ করা’ দুই পদে জনবল নেবে জামিয়া মাদানিয়া দারুল উলুম ঢাকা কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেমের দাফন সম্পন্ন রাজধানীর জামিয়া দারুস সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি গাজায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ ভাইরাস, ভেঙে পড়ার মুখে স্বাস্থ্যব্যবস্থা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ৪০০ ঘর পুড়ে ছাই একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ: দুলু ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

নতুন বছরে সরকার পতনের আন্দোলন: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিনের আন্দোলনকে সরকার পতনের একদফা আন্দোলনে রূপ দিতে চায় প্রায় ১৪ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি।

দলটির শীর্ষ নেতাদের দাবি, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। নতুন বছরে সে আন্দোলন সফলতার মুখ দেখবে বলেও প্রত্যাশা দলটির।

২০০৮ সালে শেষে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয় লাভের পর ধারাবাহিক তিন দফায় ক্ষমতায় আওয়ামী লীগ। এসময় বিভিন্ন ইস্যুতে আন্দোলন করলেও এখনও সফলতার মুখ দেখেনি বিএনপি।

দুর্নীতির দায়ে দুই বছরের বেশি সময় কারাভোগ, বিশেষ শর্তে মুক্তির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে। সাজাপ্রাপ্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কাটাচ্ছেন প্রবাসজীবন।

খালেদা জিয়ার মুক্তি, বিদেশে নিয়ে চিকিৎসার দাবি, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানীর মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে আসলেও সফলতার মুখ না দেখা বিএনপির তরুণ নেতারা মনে করেন নতুন বছরে সব দাবি এক হয়ে সরকার পতনের এক দফা দাবিতেই রুপ নেবে আন্দোলন।

বিএনপির নির্বাহী সদস্য শেখ রবিউল আলম বলেন, ১২ বছর ধরে আমরা চেষ্টা করছি গণতন্ত্র ফিরিয়ে আনার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করার। কিন্তু সফল হয়নি কোন পরিকল্পনা। আমরা যেহেতু মানুষের জন্য রাজনীতি করি তাই এবার অন্য কোনো রাস্তা নেই। সরকারকে বাধ্য করার জন্য যা করা দরকার সব করা হবে।

বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দি করা মানে গণতন্ত্রকে বন্দি করে রাখা। যতক্ষন পর্যন্ত না এই সরকারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারি এবং খালেদা জিয়াকে মুক্ত না করতে পারি ততোক্ষণ পযর্ন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন করব।

খালেদা জিয়ার মুক্তি, বিদেশে চিকিৎসা ও নিরপেক্ষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুরু হওয়া কর্মসূচি চূড়ান্ত আন্দোলনের প্রাক প্রস্তুতি বলেও মনে করে বিএনপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ