আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির জন্য লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ তিনজনের নাম প্রস্তাব করেছে বিকল্প ধারা।
রবিবার বঙ্গভবনে সংলাপে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিবেচনার জন্য নাম প্রস্তাব করে বিকল্প ধারা।
তাদের প্রস্তাবিত অন্য দুজন হলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যবসায়ী রোকেয়া আফজাল রহমান এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
নাম প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন বিকল্প ধারার মুখপাত্র মাহী বি চৌধুরী।
এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের জন্য জাতীয় পার্টি ও তরীকত ফেডারেশন রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করলেও তা প্রকাশ করেনি।
উল্লেখ্য, গত দুই বার ইসি নিয়োগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে সার্চ কমিটি গঠনের নামের প্রস্তাব নিয়েছিলেন রাষ্ট্রপতি। ওই সার্চ কমিটির সুপারিশ করা নাম থেকে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করেছিলেন। নির্বাচন কমিশন গঠনের আইন পঞ্চাশ বছরেও না হওয়ার মধ্যে এবারও সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে এখন পর্যন্ত জানা গেছে।
এনটি