আওয়ার ইসলাম ডেস্ক: এক সপ্তাহ পেছানো হলো জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলন। তিন দিনের এই সম্মেলন শুরু হবে আগামী ১৮ জানুয়ারি।
এ সংক্রান্ত চিঠি রোববার (২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, ১৮ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত সম্মেলন চলবে।
এর আগে ১১, ১২ ও ১৩ জানুয়ারি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।
মহামারি করোনার কারণে দু’বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডিসি সম্মেলন।
-এটি