আওয়ার ইসলাম ডেস্ক: হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটছে না।
সংশ্নিষ্ট চিকিৎসকরা বলছেন, তার শঙ্কাজনকভাবে রক্তক্ষরণ হচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তিনি অনেক দুর্বল হয়ে পড়ছেন। এ কারণে শিগগিরই তাকে হাসপাতালের কেবিনে কিংবা বাসায় নেওয়া সম্ভব হবে না।
হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া হাসপাতালের স্টাফদের সঙ্গেও খুব কম কথা বলেন। সপ্তাহে একবার তাকে গোসল করানোর জন্য সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। গত রোববার তাকে কেবিনে নেওয়া হয়েছিল। গতকাল সোমবার তার এন্ডোস্কপি করা হয়। এ সময় তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
তার শারীরিক খোঁজ নিতে এবং দেখাশোনা করতে পুত্রবধূ শর্মিলা রহমান শিঁথি নিয়মিত হাসপাতালে যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সহকারী আব্দুস সাত্তার এবং পরিবারের অন্য সদস্যরাও আসা-যাওয়া করেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে মির্জা ফখরুল বলেন, তার অবস্থার কোনো উন্নতি হয়নি। আগের মতোই আছেন। বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী করণীয় বিষয়ে তিনি বলেন, তারা চেষ্টা করছেন। আন্দোলন করছেন, দাবি জানাচ্ছেন। এর থেকে বেশি কী করতে পারেন তারা?
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক এই প্রধানমন্ত্রীকে গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
-কেএল