মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


দেশে ২১ জন ওমিক্রন আক্রান্তের ১৪ জনই নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২১ জন।

আজ শনিবার (৮ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে জানা গেছে ওমিক্রনে নতুন করে আরও একজন শনাক্ত হয়েছেন।

শনাক্ত হওয়া ওই ব্যক্তি ঢাকায় অবস্থান করছেন। তিনি একজন পুরুষ এবং তার বয়স ২২ বছর। তার নমুনা গত ২৮ ডিসেম্বর সংগ্রহ করা হয়।
বৈশ্বিক এই ডাটাবেজের তথ্য অনুয়ায়ী, দেশে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ২১ জনের মধ্যে ১৪ জনই নারী এবং বাকিরা পুরুষ।

জিআইএসএআইডি সূত্র জানায়, দেশে গত ১১ ডিসেম্বর প্রথম দুজন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। গত ৬ জানুয়ারি দেশে ১০ জনের ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়।

৩১ ডিসেম্বর তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানায় জিআইএসএআইডি। এরও আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। আগের দিন ২৭ ডিসেম্বর রাতে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ