আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলিস্তান এলাকায় মেঘলা পরিবহনের বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েকজন।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার আগে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার জানান, মেঘনা পরিবহনের একটি বাসের ধাক্কায় দুজন মারা গেছেন। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের স্বজনদের জানানো চেষ্টা চলছে।
ইলিয়াস, আলামিন ও ওমর শরীফ নামে আহত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
-কেএল