মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ভারতে পাচার হওয়া ২১ নারী-শিশু অবশেষে দেশে ফিরলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন সময়ে মানবপাচারের শিকার হয়ে ভারতে যাওয়ার পর আটক হওয়া ২১ নারী ও শিশুকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। শুক্রবার তারা দেশে প্রত্যাবাসন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী, তাদের দেশে আনা হয়েছে। এসব নারী ও শিশুকে আটক করার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফহোমে রাখা হয়েছিল।

প্রত্যাবাসন অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) ও সহকারী সচিব (কল্যাণ) এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল, বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষসহ ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু জানান, শুক্রবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করেছে।

২৮ জন ফেরত আসার কথা থাকলেও সাতজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ায় তাদের ফেরত আনা সম্ভব হয়নি বলে রাজু জানান।

বাংলাদেশের পক্ষে তাদের গ্রহণ করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও ইমিগ্রেশন ওসি মোহম্মদ রাজু।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ