আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানের ভূমিকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার পরও তিনি কোনো কথা বলেননি। তবে, এ নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন শামীম ওসমান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী শুরু থেকেই অভিযোগ করছেন সংসদ সদস্য শামীম ওসমান স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাভোকেট তৈমুর আলম খন্দকারের হয়ে কাজ করছেন। আওয়ামী লীগ নেতা শামীম ওসমান নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বিপক্ষেই অবস্থান নিয়েছেন বলেও অভিযোগ করেন সেলিনা হায়ৎ আইভী।
এসব বিষয়ে শামীম ওসমান তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া না জানিয়ে বলেছেন, সোমবার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। আলোচিত এ রাজনীতিক জানান, যা বলার তিনি সংবাদ সম্মেলনেই বলবেন।
এর আগে, গতকাল শনিবার নির্বাচনি প্রচারণার সময় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী শামীম ওসমানকে গডফাদার হিসেবে আখ্যায়িত করেন। বলেন, শামীম ওসমান বন্দর এলাকায় তৈমুর আলম খন্দকারের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। এরপর, আজ রবিবার বন্দর এলাকায় নির্বাচনি প্রচারণায় নিজ দলের সংসদ সদস্য শামীম ওসমানের সমালোচনা করে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, 'শামীম ওসমান নৌকার বিপক্ষে গিয়ে প্রধানমন্ত্রীর বিপক্ষেই অবস্থা নিয়েছেন।'
যেখানে প্রধানমন্ত্রী সব সময় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর রাখছেন সেখানে শামীম ওসমান দলীয় এমপি হিসেবে কোনও সহযোগিতা করছেন না। এটা বিরোধীতা করার নামান্তর। বলেন, শামীম ওসমান, সেলিম ওসমান এবং রাজাকার পুত্র কাজল তার বিরুদ্ধে নির্বাচনে কাজ করছেন। কিন্তু, এতে সমস্যা নেই, আমি তাদের বিরুদ্ধেই দৌঁড়াচ্ছি। কিন্তু, এত মন্তব্য ও সমালোচনার পরও কোনও প্রতিক্রিয়া জানাননি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
-এটি