মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ভয় না পেয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভয় না পেয়ে দেশবাসীকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে বাচতে মাস্ক ব্যবহার এবং জনসমাগম থেকে দূরে থাকতে‌ও সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার (৯ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, টিকার জন্য যথেষ্ট ফান্ড রয়েছে। প্রয়োজন পড়লে তা আরও বাড়ানো হবে। দেশের মানুষের জন্য ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ পেলে শিশুদেরও টিকা দেয়া শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। রোগী দেখার পাশাপাশি জনকল্যাণের জন্য প্রতিষ্ঠিত চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হতে‌ও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ