মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


‘নাসিককে বসবাসযোগ্য করতে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাধীনতা অর্জনের ৫০ বছর অতিবাহিত হলেও এদেশের জনগণ মৌলিক অধিকারের পাশাপাশি ভোটাধিকার প্রয়োগেও বঞ্চিত। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন তথা স্বাধীনতার প্রকৃত স্বাদ প্রতিষ্ঠিত করতে হলে জোট-মহাজোটের অপরাজনীতি পরিহার করতে হবে। নারায়নগঞ্জের মানুষকে আর ভুল না করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহকে বেঁছে নিতে হবে।

নারায়নগঞ্জের সিটি নির্বাচনে মুফতী মাসুম বিল্লাহ’র নির্বাচনী পথসভায় ১০ জানুয়ারী সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ উপরোক্ত মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রাজনীতিকে যারা পেশা হিসেবে গ্রহণ করেছেন তারা সরকারের আশ্রয়ে থেকে চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, টেন্ডারবাজি করে তাদের সম্পদ বাড়িয়েই যাচ্ছেন। দেশের অর্থ পাচার করে দিচ্ছেন বিদেশের ব্যাংক গুলোতে। বাড়ি-গাড়ি করছেন বহি:র্বিশ্বে। অপর দিকে এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ আজও মৌলিক অধিকার বঞ্চিতই থেকে যাচ্ছেন।

ক্ষুধার জ্বালা সইতে না পেরে সন্তান সহ পিতা-মাতার আত্মহত্যা, একমাত্র অভিভাবক ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করার নজির সম্প্রতি আমরা দেখেছি। গরিব দিনকে দিন গরিব ও অসহায় হয়েই যাচ্ছে। সাম্য, সামাজিক অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন।

তিনি মানুষের মৌলিক অধিকার ও ভোটের অধিকার আদায়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে জাতীয় নির্বাচন থেকে নিয়ে সকল স্থানীয় পর্যায়ের নির্বাচনেও আমরা হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছি। নারায়নগঞ্জের মাটিকে সন্ত্রাস, চাঁদাবাজ, খুনী, মাদক কারবারী, গডফাদারদের দৌরাত্ব থামিয়ে দিয়ে বসবাসযোগ্য শান্তিময় ইনসাফের সিটি হিসেবে তৈরি করতে নারায়নগঞ্জের সিটি মেয়র নির্বাচনে মুফতী মাসুম বিল্লাহ-কে হাতপাখা প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করার বিকল্প নাই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ