মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


গাজীপুরে শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর মহানগরে শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় কলোনির ২৫টি কক্ষ পুড়ে গেছে বলে জানা গেছে।

সোমবার রাতে মহানগরে ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে ভোগড়া দক্ষিণপাড়া এলাকার মো. কাদির মণ্ডলের শ্রমিক কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিটের কর্মীরা স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কলোনির ২৫টি ঘর ও এর মালামাল পুড়ে ছাই হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন মো. তাশারফ হোসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ