আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আগের চেয়ে অনেক সুস্থ আছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করছেন।
শুক্রবার দুপুরে ব্যাংকক থেকে ঢাকায় ফিরে ভার্চ্যুয়াল আলাপে এসব তথ্য জানান ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ ট্রাষ্টের’ চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।
তিনি গত ৫ ফেব্রুয়ারি রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পাঁচ দিনের সফরে থাইল্যান্ড যান।
কাজী মামুন জানান, রওশন এরশাদ এখন নিজেই উঠে বসে স্বাভাবিক খাবার খেতে পারছেন। তবে তা পরিমাণে কম। আপনজনদের সঙ্গে কথাও বলছেন। তিনি দেশবাসী ও দলীয় নেতা-কর্মী এবং পল্লীবন্ধুর সমর্থক-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন।
একই সময় ব্যাংকক থেকে ওই ভার্চ্যুয়াল আলাপে অংশ নিয়ে সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ বলেন, ‘মা এখন আগের চেয়ে অনেক সুস্থ ও ভালো আছেন। অল্প কথাবার্তাও বলছেন। চিকিৎসকের পরামর্শে নরম স্বাভাবিক খাবার খাচ্ছেন।
সাদ তার মায়ের সুস্থতার জন্য দেশবাসী বিশেষ করে নির্বাচনী এলাকা ময়মনসিংহ ও রংপুরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। সেই সঙ্গে পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের রওশন এরশাদের সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান করেন এরশাদের ছেলে সাদ এরশাদ।
উল্লেখ্য, রওশন এরশাদ গত বছরের ৫ নভেম্বর থেকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
-এএ