সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


দেশের ৮০ কেন্দ্রে মিলবে হজযাত্রীদের টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৬ সনের পবিত্র হজ পালনকে সামনে রেখে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টিকাদান কার্যক্রমের প্রস্তুতি শুরু করেছে সরকার। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে হজযাত্রীদের জন্য নির্ধারিত টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার মোট ৮০টি কেন্দ্র থেকে হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া হবে।

রোববার (১৮ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর দেশের ৬৪টি সিভিল সার্জন অফিস থেকে হজযাত্রীরা টিকা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ঢাকা মহানগরীর বেশ কয়েকটি সরকারি হাসপাতালেও টিকাদানের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিক।

ঢাকার বাইরেও বিভাগ ও জেলা পর্যায়ে টিকাদানের সুযোগ থাকছে। গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও হজযাত্রীরা টিকা নিতে পারবেন।


টিকা প্রদানের নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে হজযাত্রীদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ই-হেলথ ডকুমেন্ট সঙ্গে আনতে হবে।

হজ সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হেল্পলাইন ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর