সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা কোকোকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান নারীদের শিক্ষায় অগ্রগতি ও দাওয়াতে শূন্যতা সংবিধানে বিসমিল্লাহ আছে, সারা জীবন থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

ধামরাইয়ে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির বিনামূল্যে ঔষুধ বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার উদ্যোগে"ধামরাইয়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি (বুধবার) ধামরাইয়ে এ আলোচান সভা অনুষ্ঠিত হয়।

সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শাহীন আলম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী রেজাউল করিম বিপ্লব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাস বর্তমান সময়ে মহামারি আকার ধারণ করেছে। সকলের উচিত স্বাস্থ্যসেবা মেনে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করা। স্বাস্থ্য খাতের উন্নয়নে উপজেলা পর্যায়ে বাজেট বৃদ্ধি করতে হবে। রোগীদের হয়রানি বন্ধে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।

উদ্বোধক তার বক্তব্যে বলেন, ধামরাই উপজেলায় আগামীতে আরও উন্নত চিকিৎসা ব্যবস্থা জোরদার করার জন্য কাজ করব।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আমরা ইতোমধ্যে সারা বাংলাদেশের অল্প সময়ের মধ্যে প্রায় ১০ হাজার রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করেছি। সকল ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে রোগীদের সেবা নিশ্চিতে স্বাস্থ্য ঝুঁকি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সবুজ আন্দোলন সাভার থানার যুগ্ম-আহ্বায়ক মাহফুজ উল ইসলাম, ধামরাই ধামরাই থানার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজিব আহমেদ, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য আদনান হোসেন, ইব্রাহিম রিয়াদ প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ