সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা যেসব জরুরি নম্বরে যোগাযোগ করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা তাদের সুবিধামতো সীমান্তবর্তী দেশ- পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভা হয়ে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছেন।

ইউক্রেনের বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে।

১. স্লোভাকিয়া এবং হাঙ্গেরির জন্য: অস্ট্রিয়া, ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস: (i) রাহাত বিন জামান, ডেপুটি চিফ অফ মিশন: +43 688 60344492 (ii) জুবায়দুল এইচ. চৌধুরী, এসিও: +43 688 60603068 (2) রোমানিয়া এবং মলদোভার জন্য: রোমানিয়াতে বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট: (i) +40 (742) 553 809 (ii) মীর মেহেদী হাসান (টেলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ)+40 (742) 553 809 (3) পোল্যান্ডের জন্য: পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ: (i) মোঃ মাসুদুর রহমান +৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২ (ii) মোঃ মাহবুবুর রহমান +৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩ (iii) ফারহানা ইয়াসমিন +৪৮ ৬৯০ ২৮২ ৫৬১ (iv) বিল্লাল হোসেন +৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫ (v) মোঃ রব্বানী +৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩।

এরইমধ্যে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের পোল্যান্ডে যেতে ভিসা লাগবে না বলে জানা গেছে। এছাড়া রোমানিয়া যেতে পারবেন ইউক্রেনের নাগরিকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ