আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার মিরপুরে এরাবিক ও ইংলিশ মিডিয়ামের কওমি মাদরাসা মারকাজু আহলিস সুফফাহ এ আগামী ১৯ মার্চ থেকে রমজানে ৪৫ দিনের আরবি ইংরেজি নাহু সরফের বিশেষ কোর্স শুরু হতে যাচ্ছে।
যাদের জন্য এই কোর্স
যারা একেবারেই শুরু থেকে সহজ নিয়মে, হুবাহু একই পর্দ্বতিতে দুটি ভাষায় (আরবি ও ইংরেজিতে) হাজার-হাজার বাক্য নিজ থেকে বানিয়ে "কথা বলতে ও লিখতে" চান। আরবি ইংরেজির মজবুত ব্যসিক নিয়ে সামনে আগাতে চান । পাশাপাশি নাহু ছরফ (আরবি গ্রামার) ও "তারকিব"টাও পাকাপোক্ত করে শুদ্ধভাবে আরবি এবারত পড়তে চান, তাদের জন্যই আমাদের এ বিশেষ আয়োজন।
কোর্সের সুবিধাসমূহ
১. ৩দিন "ফ্রি যাচাই ক্লাস" করে ভর্তির সুযোগ।
২. ভর্তির ফি (থাকা খাওয়া সবকিছুসহ ৪৫ দিনের জন্য) মাত্র ৬০০০ টাকা।
৩. গরিব এতিম মেধাবীদের জন্য থাকছে বিশেষ ছাড়।
সম্পূর্ণ শরঈ পর্দা মেনে মেয়েদের জন্যও এ কোর্সের ব্যবস্থা থাকবে
এই কোর্সগুলো নারীরাও করতে পারবেন। ‘অনলাইনে’ও সবার জন্য কোর্স করার সুযোগ থাকবে। সবাইকে একবার এসে ‘৩দিন ফ্রি ক্লাস’ করে. যাচাই করার অনুরোধ করা হয়েছে মাদরাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে। তারপর সিদ্ধান্ত নেয়ার অধিকার তো আপনারই।
বছরব্যাপী যে কোর্সগুলো থাকছে
মাত্র একবছরে সবচাইতে গুরুত্বপূর্ণ ৪টা বিষয়ের (আরবি, ইংরেজি, নাহু-ছরফ, কোরআন তরজমা) সমন্বয়ে একটি ব্যতিক্রমধর্মী আদব বিভাগ।

ছাত্র জীবন থেকে আমাদের কয়েকটি দুঃখ
আমার মতে একজন মদরাসার ছাত্র পড়াশুনার জন্য যেই পরিমাণ মেহনত করতে পারে এবং সময় দিতে পারে স্কুলে পড়া কেউ তা পারবেনা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি।
তবুও কেন একজন আলেম পুরা ৩০ পারা কোরআনের তরজমা (যেকোন জায়গা থেকে) পারবেনা ?
একজন আলেম কেন আরবিতে দূর্বল থাকবে ? তথা আরবি ভাষায় বলতে লিখতে ও কথা বলতে পারবেনা ? তারকিব-এবারত তথা নাহু-ছরফের পরিপূর্ণ প্রয়োগ পরিপূর্ণভাবে পারবেনা ?

একজন দায়ী আলেম কেন ইংরেজিতে দাওয়াত দিতে পারবেনা ? একজন আলেম কেন শুদ্ধ বাংলায় "লিখতে, বলতে ও বয়ান" করতে পারবে না ?
একজন আলেমের হতের লেখা কেন খারাপ থাকবে ? অথচ সে ছাত্র জীবনে অনেক লম্বা লম্বা ছুটি পেয়েছে। এই সবগুলো প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের মারকাজু আহলিস সুফ্ফাহ মিরপুর প্রতিষ্টা করা। দোয়া চাই কবুলিয়াতের।
যাতায়াত ও যোগাযোগ মিরপুর-২নং পোষ্ট অফিসের সামনে থেকে রিকশাযোগে বারেক মোল্লার মোড়। 01628222333 01554101010, 01765883238
-এটি