আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখার ২০২২ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর আবু সাঈদ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাতিরঝিল থানা শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ মোস্তফা হোসাইন।
সভাপতি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ছাত্রদের মূল হলো পড়া-লেখা করা। ছাত্রদের উচিত তার মূল ঠিক রেখে তার পাশাপাশি সংগঠনে সময় দেওয়া। সংগঠন করার কারণে যেন পড়ালেখা নষ্ট না হয়। বরং পড়াশোনা ঠিক রেখে সংগঠনের জন্য সেই সময়টা দিবে যেই সময়টা সে খেলাধুলা বা গল্পগুজব করতো।
মুহাম্মাদ মোস্তফা হোসাইন বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদের মেধাহীন হিসেবে তৈরি করে না বরং মেধাবী হিসেবে তৈরি করে। এজন্য প্রতিটি দায়িত্বশীলকে উচিত সবসময় তার পড়াশোনা ঠিক রাখা।
অনুষ্ঠানে ২০২২ সেশনের জন্য নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
সভাপতি মুহাম্মাদ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইবরাহিম শওকত, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আসগর আলী, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শেখ আমীর হামযা, প্রকাশনা ও দফতর সম্পাদক মোরশেদ আলম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ রেদওয়ান, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মদ সাকিব, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মদ রাসেল, কলেজ সম্পাদক ইসতিয়াক আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নোমান বিন মকবুল, সদস্য-১ মুহাম্মাদ মহসিন, সদস্য-২ মুহাম্মদ সজল।
-এএ