আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ২০ হাজার ৯২১ পিস ইয়াবা, ৭৭ দশমিক ৫ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, তিন কেজি ৮৭৫ গ্রাম গাঁজা ও ৬৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
এনটি