সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

‘অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে মানুষের অর্থ লুটপাট করে নিচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী। এ যেন লাগামহীন ঘোড়া। এর লাগাম টেনে ধরা সময়ের দাবি, জনতার দাবি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের নাভিশ্বাস অবস্থা থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েন
ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার  জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃবৃন্দ এ আহ্বান জানান ।

নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সাধারণ মানুষ মহা বিপাকে পড়েছে।

একটি দেশ এইভাবে চলতে পারে না। সব কিছুই যেনো এলোমেলো এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে এক এক সময় এক এক পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ঘাম ঝরানো অর্থ লুটপাট করে নিচ্ছে। আর এসব করার সাহস পাচ্ছে অযোগ্য মন্ত্রীদের কারণে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের ব্যর্থতায় সরকারের জনসমর্থন তলানিতে।

জনগণ এ অবস্থা থেকে মুক্তি চায়। সরকারের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করা। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে এবং দেয়ালে পিঠ ঠেকে গেলে রাস্তায় নামা ছাড়া কোন উপায় থাকবেনা।

ঢাকা মহানগরীর আমীর জনাব মোস্তফা বশিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান ও অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা খন্দকার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, মজলিসে আমল সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক আহসান হাবীব দিদার ও বাংলাদেশ ইসলামী ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি আব্দুল খালেকসহ প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ