আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, প্রতিদিন দ্রব্যমূলো উর্ধ্বগতি বেড়েই চলেছে। শ্রমজীবী মেহনতি মানুষ আজ জীবন জীবিকা নির্বাহে নাবিশ্বাস হয় পড়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
আজ পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ঢাকা বিভাগীয় দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথি আলোচনায় তিনি এসব বলেন।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুর রহমানের সভাপতিত্বে এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ ওমর ফারুক এর পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়তে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য, অধ্যাপক আশরাফ আলী আকন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি,মোহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন,ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান,কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুফতী মোস্তফা কামাল,সাংগঠনিক সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও আরো উপস্থিতি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ও বিভাগীয় শাখার নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির আলোচনায় মাওলানা ইউনুছ আহমাদ বলেন,দেশের প্রতিটি সেক্টর দুর্নীতি এবং লুটপাটে জর্জরিত। এমতাবস্থায় দুর্নীতি বন্ধ না করে গ্যাসের মূল্য বৃদ্ধি;তাও আবার তিনগুণ করার প্রস্তাব দেশকে অশান্ত করে তুলবে। বর্তমানে বাংলাদেশের এমন কোনও ক্ষেত্র নেই;যেখানে লুটপাটের রাজত্ব কায়েম হয়নি। এটা ঘটেছে দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে। বাংলাদেশে দুর্নীতি মহামারির মতো সর্বত্র ছড়িয়ে পড়েছে। কাজেই দুর্নীতি এবং লুটপাট বন্ধ করা গেলে, গ্যাসের দাম বাড়ানোর কোন প্রয়োজন হবে না।
এনটি