আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে চলতি সপ্তাহে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এই সপ্তাহে রাতের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির কোনও শঙ্কা এখনও পর্যন্ত নেই বলেও জানান তিনি।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা অক্ষের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
-এএ