আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদের ইসলাহি জোড়ে অংশ নিবেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
আগামীকাল সোমবার (১৪ মার্চ) বাদ আসর হতে এ ইসলাহি জোড় অনুষ্ঠিত হবে।
ইসলাহি জোড়ে অংশ নিবেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের বিভিন্ন প্রর্যালের নেতৃবৃন্দ। উপস্থিত থাকবেন মাও. বেলায়েত হােসাইন আল-ফিরােজি, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুফতি হেদায়াতুল্লাহ গাজী,
হাফেজ মাওলানা জাহিদ আলম, মাওলানা আব্দুল আউয়াল খান, মাওলানা নুরুদ্দিন লাহােরী, মালানা আব্দুল গণি, মুফতী শহীদুল আনােয়ার সাদী, মাও. যােবায়ের আহমদ কাসেমী, মাওলানা মুফতি ইমাদ উদ্দীন, মাওলানা আজমল হোসাইন, মাওলানা হাফেজ মুহাম্মদ হারুন।
আরো উপস্থিত থাকবেন, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা কামরুজ জামান, মাওলানা আব্দুল কাইয়ুম সােবহানী, মাওলানা এমদাদুল হক সাইফী, মাও. মুফতী শামসুল হক উসমানী, মাও. কারী নাসির উদ্দীন, মাওলানা আব্দুল হক, মাওলানা মিজানুর রহমান, মাও, মুফতি জাফর আহমদ, মুফতী রাকীবুল হাসান মােশাররফ, মাওলানা শওকত হোসাইন সরকার, মালানা মুফতী তসলিম আহমল প্রমুখ।
জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব, চকজার শাহী মসজিদের খতিব মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ দীনি সমাজ প্রতিষ্ঠায় ইমামদের একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের উদ্যোগে চকবাজার শাহী মসজিদের ইসলাহি জোড়ের আয়োজন করা হয়েছে। সর্বস্তরের মানুষের আত্মিক সংশোধনের লক্ষ্যে আলেম উলামাদের বয়ানের ব্যবস্থা করা হয়েছে। আপনি আমন্ত্রীত, সঙ্গে আপনার পরিচিতজনরাও আমন্ত্রীত।
-এটি