আওয়ার ইসলাম ডেস্ক: স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য পাবেন দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকরাও।
আগামী ২০ মার্চ থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের তৈরি পোশাক কারখানা এলাকার ৪০টি স্পটে টিসিবির পণ্য নিয়ে গাড়ি থাকবে।
মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল আমারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
রাজধানীর বাইরে প্রথম দফায় ২০ মার্চ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। সেখানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে পাঁচ পণ্যের প্যাকেট পাবেন কার্ডধারীরা। এ কর্মসূচির আওতায় দেশব্যাপী এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এনটি