আওয়ার ইসলাম ডেস্ক ‘সবার সঙ্গে সমন্বয়ে’ স্লোগান সামনে রেখে ৬ বছর আগে পথ চলা শুরু করে পাক্ষিক সবার খবর। আজ সবার খবরের ৬ষ্ঠ পতিষ্ঠাবার্ষিকী।
আজ মঙ্গলবার বাদ মাগরিব থেকে ৬ষ্ঠ পতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেরাদের সম্মাননা দিতে যাচ্ছে সবার খবর। ঢাকার পুরানা পল্টনের ভোজ রেস্টুরেন্টে আয়োজিত হচ্ছে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবেন দেশের প্রবীন আলেম লেখক ও সাংবাদিকগণ।
এ বিষয়ে পাক্ষিক সবার খবরের সম্পাদক মাওলানা আবদুল গাফফার বলেন, প্রতিবছর নানা ক্ষেত্রে অবদান রাখায় পাক্ষিক সবার খবরের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়ে থাকে।
সেই ধারাবাহিকতায় তরুণদের কাজে উৎসাহ প্রদানে এ বছরও ১৫ জন তরুণকে সম্মাননা প্রদান করা হচ্ছে। ইনশাআল্লাহ এ ধারাবাহিকতা অব্যহত থাকবে। সবার আমন্ত্রণ। অবশ্যই উপস্থিত থাকবেন।
-এটি