আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, ভারতের কর্নাটক হাইকোর্ট হিজাব মুসলমানদের জরুরি বিষয় নয় বলে যে রায় দিয়েছে। এই রায় মুসলমানদের কলিজা আঘাত দিয়েছে। পর্দা ও হিজাব ইসলামের ফরজ বিধান। মুসলমান কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে।এই রায় কোন মুসলমান মানবে না। এই রায়ের কারণে মুসলিম মেয়েদের উচ্চ শিক্ষাকে বাধাগ্রস্ত করবে।
আজ বুধবার (১৬মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, পর্দা ও হিজাব নামাজ ও রোজার মতো ফরজ বিধান। নামাজ-রোজা ছেড়ে দেওয়ার কারণে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। তবে কবিরা গুনাহ হয়।এই কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।
ইসলামের অনেক ফরজ বিধান অনেক মুসলমান অবহেলা ও গাফিলতির কারণে ছেড়ে দেয় এর অর্থ এই নয় যে, ইসলামে এর কোন গুরুত্ব নেই।
তিনি আরো বলেন, ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম পালন করার পূর্ণ অধিকার আছে। পর্দা মুসলমানদের একটি ফরজ বিধান। কর্নাটক হাইকোর্টের রায় সংবিধান পরিপন্থী। সংবিধান পরিপন্থী এই রায় প্রত্যাহার করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
-এটি