আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত জামিয়া কারিমিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে এমলাক স্যারের ইংরেজি ভাষা শিক্ষণ কোর্স।
জামিয়া কারিমিয়ার মুহতামিম মাওলানা মাকবুল হোসাইন এর পৃষ্ঠপোষকতায় প্রথম কোর্স শাবান মাসে ১২ দিন (১৮ মার্চ থেকে ২৯ মার্চ) জামিয়া কারিমিয়াতেই শুরু হচ্ছে।
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওভোগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আবু তাহের জিহাদীর পৃষ্টপোষকতায় দ্বিতীয় কোর্সটি শুরু হচ্ছে ১ম রমযান থেকে ২০ রমযান পর্যন্ত। স্থান দেওভোগ মাদরাসা।
সম্পূর্ণ আবাসিক ব্যবস্থাপনায় কওমি শিক্ষার্থীদের জন্য অনন্য এ কোর্সগুলোতে আরবি ভাষার আদলে ইংরেজি শিক্ষণের বিশেষ সুযোগ থাকছে।
মাদারেসে কওমিয়ার প্রত্যেকটা সিঙ্গেল পারসনের জন্য বেফাকের সাবেক মহাসচিব আব্দুল জাব্বার জাহানাবাদী রহিমাহুল্লাহ তাআলার হাত ধরে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের এই এমলাক নামের নজরুলকে দিয়ে উন্মোচিত হয় ইংরেজি ভাষার শেখার এক নয়া দিগন্ত।
এমলাক স্যারের কাছে বর্তমানে মাদরাসার ছাত্র ওস্তাদ সকলের জন্য ইংরেজি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে তিনি আওয়ার ইসলাম কে বলেন, ইংলিশ কে না! আর না! কারণ এটা টুয়েন্টি ফাষ্ট সেনচুরি, টাইমিং অব গ্লোবালাইজেশন, মুসলিম বিশ্ব যখন ভার্চুয়াল ওয়ার্ল্ডেকে অ্যাভয়েড করতে পারে না। পারে না যখন তথাকথিত সমাজব্যবস্থাকে ইগনোর করতে। তখন কিভাবে সম্ভব যে আমরা আমাদের নিউ জেনারেশনের জন্য ইংরেজি ভাষাকে প্রেসক্রাইব করবো না!
নো নেভার! ড্যাফিনেটলি উই হ্যাভ টু ডু ইট। বিকজ উই আর লিটারেট, আমরা শিক্ষিত উচ্চশিক্ষিত, আমরা সাহিত্যিক উচ্চ সাহিত্যিক আমাদের পরিবেশ মডার্ন আলট্রা মডার্ন, সো আমাদের মধ্যকার ল্যাকিংসকে খুঁজে বের করে সেখানে সুন্দর সলিউশন প্রোভাইড করার বিকল্প নেই।
তিনি আরো বলেন, ভাষাবিদ্যায় কওমি মাদরাসার ছাত্ররা বহুগুণ এগিয়ে তবে ইংলিশের বিষয়ে আমাদের মধ্যে যে ল্যাকিংস রয়েছে এ কথা আমরা অবশ্যই স্বীকার করি এবং এই ল্যাকিংস কে দূর করে যাতে মাদরাসার একজন ছাত্র সুন্দর করে জমিনের বুকে নিজের লাইফ লিড করতে পারে কথায় স্মার্ট হয়ে একজন দায়ী ইলাল্লাহ হতে পারে যেটা হালাতের তাকাজা। হালাত তো আমাদের কাছ থেকে আরো কিছু চায়।
আমি তো মনে করি এখন আলেমদের থেকে এমন কিছু লোক তৈরি হয়ে যাক যারা ইংরেজি দৈনিকে লেখালেখি করতে পারে। ডেইলি স্টারের জার্নালিস্ট দরকার। নিউ এইজের জার্নালিস্ট দরকার।
সিএনএন, টাইমস অব ইন্ডিয়া, বিবিসি ও ভয়েস অব আমেরিকাতে ইসলামিক স্পিচ ইসলামিক মেসেজেস বিশ্ব মোড়লদের কর্ণকুহর তক পৌঁছানোর মতো স্কলার তৈরি হওয়া এখন সময়ের দাবি। অতএব ইংরেজি ভাষাকে আর উপেক্ষা করার কেনো ওয়ে নেই। দ্যাটস হেয়ায় আমি এমলাকের হাইপার টেনশ, কিভাবে ওয়াল্ডওয়াইড দীনের কাজ করার জন্য একজন ছাত্র অল্প সময়ের মধ্যে ইংরেজি ভাষা আয়ত্ব করতে পারে।
আলহামদুলিল্লাহ। বেফাকের সাবেক মহাসচিব আব্দুল জাব্বার জাহানাবাদী রহিমাহুল্লাহ তাআলা এর প্রস্তাব ও পরামর্শে আমি বেফাকের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে ইংরেজি ভাষা নিয়ে কাজ শুরু করি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন মেয়াদে মাদারেসে কওমিয়াতে ইংরেজি ভাষার কিছু কিছু কোর্স হচ্ছে।
কোর্স বিবরণ
১ম কোর্স : রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত জামিয়া কারিমিয়ায়। ১৮ মার্চ থেকে ২৯ মার্চ।
কোর্স ফি: আবাসিক মাত্র ১৬০০ টাকা। অনাবাসিক ৬০০ টাকা।
২য় কোর্স: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওভোগ মাদরাসায়। ১ম রমযান থেকে ২০ রমযান পর্যন্ত।
কোর্স ফি: ২৩০০ টাকা।
সার্বিক তত্ত্বাবধানে:- এমলাক স্যার, শিক্ষক, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ ঢাকা।
যোগাযোগ: এমলাক স্যার। 01713664560,01911579338
অথবা মেসেজ করুন এমলাক স্যারের অফিসিয়াল পেজে। ক্লিক করুন
কোর্সের বৈশিষ্ঠসমূহ: ১. আমার লেখা তিনটি বইয়ের মধ্যে লেটস লার্ন ইংলিশ ভার্সন ওয়ান বইটি পরিপূর্ণ তামরিনের সাথে মুখস্থ করানো হবে।
২. লাইফ অব ইংলিশ (১৮০০টি ইংরেজি মাছদারের কিতাব) থেকে ৩-৪শ মাছদার মুখস্থ করানো হবে এবং সেগুলো দিয়ে মাজি ও মুযারের জুমলায় খবারিয়্যাহ- জুমলায় ইনশাইয়্যাহ (প্রশ্ন) এসবাত- নাফি, মার‚ফ-মাযহুলের হাজার হাজার বাক্য অনুশীলন করানো হবে।
৩. একজন ছাত্র প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কী প্রশ্ন করে এবং তার উত্তর কেমন হয় এমন ২৭১ টি প্রশ্ন- উত্তর হিফজ খানার ছাত্রদের মতো করে মুখস্থ করানো হবে ইনশা আল্লাহ।
৪. লেটস লার্ন ইংলিশ ভার্সন ২ (উচ্চ লেভেলে কিতাব) মোটামুটি বুঝিয়ে দেয়া হবে।
৫. আসর থেকে মাগরিব লেখা অনুশীলন করানো হবে।
৬. প্রতিদিন স্পিকিং প্রাক্টিসের পাশাপাশি লিসেনিং প্রাক্টিস করানো হবে।
৭. ইনশা আল্লাহ কোর্স শেষে তালীমী ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে উত্তীর্ণ ছাত্রদেরকে সনদ দেয়া হবে।
৮. ইংরেজি ভাষা নিয়ে কাজে আগ্রহীদেরকে পূর্ণ সহোযোগিতা করা হবে।
৯. কিভাবে ইংলিশে স্পীচ ডেলিভার (বক্তৃতা দেয়া) শেখানো হবে।
১০. কথায় স্মার্ট করা হবে।
-এটি