সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ভারতীয় গ্রামবাসীর গণপিটুনিতে আহত বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন ভেরভেরিরহাট সীমান্তের ওপারে এক বাংলাদেশি যুবকে গণপিটুনি ও গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

জানা যায়, ভারতীয় গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত এক বাংলাদেশি যুবককে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। পরে ওই যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। এ ঘটনায় আহত আরও এক যুবক ভারতে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও সীমান্তের একাধিক সূত্র জানায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দল জগতবেড় সীমান্তের ৮৬১ নম্বর মেইন পিলারের ১নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু পার করতে যায়।

এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার তেতলিরছড়া গ্রামের ভগরামপুর এলাকার স্থানীয়রা ধাওয়া করে দুজনকে ধরে ফেলে বেধড়ক পিটুনি দিতে থাকে।

ভারতীয় গ্রামবাসীর পিটুনিতে পূর্ব জগতবেড় গ্রামের মনছুর আলীর ছেলে রেজাউল (৪২) ও পাটগ্রাম পৌরসভার রেলগেট এলাকার বেলাল হোসেনের ছেলে জুম্মান বাবু (৩০) গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৬৯ ব্যাটালিয়নের পারসা ক্যাম্পের টহল দলের নিকট হস্তান্তর করে এলাকাবাসী।

এ সময় আহত দুই বাংলাদেশি পালিয়ে আসার চেষ্টা করলে বিএসএফের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে রেজাউল ঘটনাস্থলে নিহত হন। আহত জুম্মান বাবু ভারতের মেখলিগঞ্জ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জালাল সরকার বলেন, সীমান্তে বাংলাদেশি নিহত হয়েছে শুনেছি। কীভাবে মৃত্যু হয়েছে এটা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে পারসা বিএসএফ ক্যাম্পের কমান্ডারকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে। সীমান্তের ৮৬৪ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

৬১ বিজিবি ব্যাটালিয়নের তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, আমরা বিএসএফের সাথে যোগাযোগ করেছি।

তাদের নিকট থেকে বিস্তারিত জানাতে চেয়েছি। খোঁজ নিয়ে দুই ধরনের তথ্য পেয়েছি। কেউ কেউ ভারতীয় গ্রামের আলু চাষিদের আলু চুরি করতে গিয়ে চাষিরা রেজাউলকে পিটিয়ে মেরে ফেলেছে। আবার একটি সূত্র বলছে, বিএসএফের গুলিতে নাকি মারা গেছে। নিশ্চিত হতে বিএসএফের সাথে যোগাযোগ চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ