আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্টে হিজাববিরোধী রায়ের প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
নেতৃদ্বয় বলেছেন, কর্ণাটকের হাইকোর্টের হিজাববিরোধী এ রায় কোন মুসলমান মেনে নিতে পারে না। এ রায় মুসলমানদের ধর্মীয় অধিকারে অন্যায় হস্তক্ষেপের সামিল। কর্ণাটকের হাইকোর্ট পক্ষপাতদুষ্ট এমন রায় প্রদান করে ইসসলামের কোনই ক্ষতি করতে পারবে না, বরং সারা দুনিয়ায় ইসলামের অগ্রযাত্রায় আরো গতি সঞ্চারিত হবে ইনশা-আল্লাহ।
নেতৃবৃন্দ আরও বলেছেন, ইসলামী শরীয়তে পর্দার বিধানকে ফরজ করা হয়েছে, তাই কোনো কোর্টের এখতিয়ার নেই কোনো ধর্মীয় বিধানের বিরুদ্ধে রায় ঘোষণা করার। এ রায়ের মাধ্যমে মুসলমানদের অন্তরে বর্শাঘাত করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করা হয়েছে, যা কোনো ভাবেই মেনে নেওয়ার মত নয়।
জমিয়ত নেতৃবৃন্দ ন্যায়-নীতিভ্রষ্ট এই রায়ের তীব্র নিন্দা জানিয়ে আরও বলেছেন,ভারতের সংবিধানে মুসলমানসহ সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণ করা হয়েছে। সুতরাং হিজাব নিয়ে কর্ণাটক আদালতের ঘোষিত রায় কেবল ইসলামবিরোধীই নয়,বরং ভারতের সংবিধানবিরোধীও বটে।
জমিয়ত নেতৃবৃন্দ অবিলম্বে এ রায় বাতিল করার জন্য ভারতের কর্ণাটক রাজ্যের উচ্চ আদালতের প্রতি জোর দাবী জানিয়েছেন।
-এএ