মুহাম্মাদ ইয়ামিন: মুন্সিগঞ্জের সিরাজদিখান শেখরনগরস্থ হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলাহী মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ মার্চ (বৃহস্পতিবার) মাগরিবের পর কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় ইসলাহী মজলিশটি। চলে রাত ১১টা পর্যন্ত।
এতে প্রধান আলোচক হিসেবে নসিহত করেন— জামিয়া দারুল উলুম নূরবাগ মাদরাসার শাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী।
এসময় মুফতি নজরুল ইসলাম কাসেমী বলেন, চার জিনিসকে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। এক. মসজিদের সাথে সম্পর্ক গড়তে হবে। দুই. দ্বীন শেখার সাথে সম্পর্ক করতে হবে। তিন. হাক্কানী আলেমদের সাথে সম্পর্ক করতে হবে। চার. আল্লাহ ওয়ালাদের হাতে হাত রাখতে হবে।
এছাড়াও তিনি রমজান মাসের ফাজায়েল বর্ণনা করে সকলকে রমজান মাসে বেশী বেশী ইবাদত করার প্রস্তুতি নিতে বলেন।
বয়ান শেষে মুফতি নজরুল ইসলাম কাসেমী মাহফিল উদ্যোক্তাসহ স্থানীয় জনসাধারণ ও দেশবাসীর জন্য দোয়া করেন।
-এএ