সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

‘বঙ্গবন্ধুর ম্যুরালে চরমোনাই পীরের মাহফিলের পোস্টার লাগানোর ঘটনা গভীর ষড়যন্ত্র’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে চরমোনাই পীরের মাহফিলের পোস্টার লাগানোর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুর ম্যুরালে ওয়াজ মাহফিলের পোস্টার লাগিয়ে কে বা কারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, যাদের মাঝে দীনের দরদ আছে, নীতি নৈতিকতা সম্পন্ন, ইসলামের ভালোবাসা হৃদয়ে লালন করে, তাদের মাধ্যমেই এ জাতীয় কোন কাজ কখনো সম্ভব নয়। ইসলামবিদ্বেষী চিহ্নিত গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মানুষকে হয়রানি করতেই এই দুর্ঘটনার জন্ম দিয়েছে। আমাদের বিশ্বাস, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে।

মহাসচিব ইউনুছ আহমাদ আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ নিরীহ ও নিরাপরাধ মানুষকে হয়রানী কোনভাবেই মেনে নেয়া যায় না।

তিনি বলেন, সারাদেশের স্পর্শকাতর স্থানগুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসলে বিভিন্ন অপরাধের রহস্য বের সহজ হবে এবং নিরীহ মানুষও হয়রানীর শিকার হবে না। এজন্য বিভিন্ন অজুহাতে নিরীহ ও নিরাপরাধ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে ব্যভস্থা গ্রহণ করতে হবে।

তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কিন্তু তা না করে সন্দেহজনকভাবে নিরীহ নিরাপরাধ টুপি-দাড়িওয়ালাদের গ্রেফতার ও হয়রানী মেনে নেয়া হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ