আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানো হয়েছে বলে মার্কিন স্বীকৃতিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের গণহত্যার স্বীকৃতিতে মিয়ানমারের ওপর এখন আন্তর্জাতিক চাপ বাড়বে। এতে করে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন দ্রুত হবে।
আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র শক্তিশালী দেশ, আমাদের বন্ধু দেশ। সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতাকে গণহত্যার স্বীকৃতির ঘোষণা দিয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই। দেরিতে হলেও এটাকে আমরা স্বাগত জানাই। এটা ভালো খবর।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ স্বীকৃতি দেওয়ার ফলে আমাদের অবস্থান আরও শক্ত হয়েছে। এর ফলে আইসিজেতে যে কেইস (মামলা) চলছে এটা আরও শক্তিশালী হতে পারে। গণহত্যার বিষয়টি যেহেতু তারা স্বীকার করেছে, আমার বিশ্বাস বড় দেশ হিসেবে তারা যদি চাপ দেয়, প্রত্যাবাসনে একটা সমাধান আসবে।
তিনি বলেন, আমার মনে হয়, তারা অনেক বেশি চাপ প্রয়োগ করবে মিয়ানমার সরকারকে। এতে করে তারা রোহিঙ্গাদের দেশে ফেরত নেবে। আমার ধারণা যুক্তরাষ্ট্র এ বিষয়ে সচেতন হবে যাতে মিয়ানমার থেকে বিতাড়িদের প্রত্যাবাসন হয়।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার ৭০০ জনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। কিন্তু ফিরিয়ে নেওয়াদের মধ্যে অনেকের বাবাকে নিচ্ছে তো মাকে নিচ্ছে না। এমনকি বিপুল এ জনসংখ্যার মধ্যে মাত্র ২৮ হাজারকে মিয়ানমারের বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটি।
-এটি