আওয়ার ইসলাম ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ-এর উদ্যোগে আগামী ২৭ মার্চসকাল ১০ ঘটিকায়, পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ: নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতের চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
আলোচনা করবেন, মাওঃ গাজী আতাউর রহমান- সিনিয়র যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডা. আক্কাস আলী- সরকার সাবেক সংসদ সদস্য ওউপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ-সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওঃ ম আন্দোলন বাংলাদেশ, মাওঃ মোহাম্মাদ ইমতিয়াজ আলম-সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম-কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ-
আহবায়ক, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ, জনাব কামরুল হক-সহকারী রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মাদ নুরুজ্জামান সরকার, সেক্রেটারী মোঃ মোয়াজ্জেম হোসেন তুহিন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মুফতী আবদুল্লাহ আল মামুন।
এনটি