আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের অনলাইন মিডিয়ার সবচেয়ে বড় সংগঠন ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন’ এর কার্যকরী কমিটির মিটিং সম্পূর্ণ হয়েছে।
আজ শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বনানী গ্র্যান্ড প্লাটিনাম হোটেলের হলরুমে সংগঠনের সহ-সভাপতি রাশেদুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাছিমা খান মন্টি, কার্যকরী সভাপতি মো. শরিফুল ইসলাম খাঁন, নির্বাহী সভাপতি সমিত্র দেব, মো. কামাল হোসেন, দপ্তর সম্পাদক এস এম কামরুল হাসান শান্ত, অর্থ সম্পাদক মো. দেলোয়ার হোসোন, সদস্য আনহার সামসাদ, সাব্বির আহামেদ রনি, মো. মাসুদ রানা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সদস্য নাজমা সুলতানা নিলা, সুমাইয়া জামান, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, খোকা আমিন প্রমুখ।
দীর্ঘ আলোচনা শেষে সংগঠনের গতি বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সভাপতি নিস্ক্রিয়তার জন্য তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে কার্যকরী সভাপতি মো. শরিফুল ইসলাম খাঁনকে পরবর্তী সাধারণ সভা পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
-এটি