আওয়ার ইসলাম ডেস্ক: পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম যে সুযোগ তৈরি করেছে, আমি আশা করি উভয় দেশ এ বিনিয়োগ সুবিধা গ্রহণ করে নিজ নিজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
পাটমন্ত্রী বলেন, স্বাধীনতা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বীরত্বের ইতিহাস। স্বাধীনতার জন্য শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উজবেকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাসহ দেশটিতে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস বর্ণনা করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিতে সারাজীবন সংগ্রাম করেছেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর, তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন তার অসমাপ্ত কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে উজবেকিস্তান বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ ও উজবেকিস্তানে বস্ত্র ও পাটখাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিনিয়োগে পরিমাণ বৃদ্ধি করার সুযোগ রয়েছে।
এসময় তাসখন্দে উজবেকিস্তানের আইসিটি মন্ত্রী শেরজডি ইকো তো মোভিচ শেতমাতভ, দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম এবং দেশটিতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
-এএ