রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


‘বেগম পাড়ায় বস্তা ও ট্রাংকে অর্থপাচারের জন্য ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকা থেকে টরেন্টো সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে বেগম পাড়ায় বস্তা ও ট্রাংকে করে অর্থ পাচারের জন্য।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে ‘আওয়ামী লীগ সরকারের অপশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা-টরেন্টো সরাসরি বিমান চলাচলের বিষয়ে সাবেক এ বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘ভর্তুকি দিয়ে চালু করা এ ফ্লাইটের একটা ট্রায়াল ফ্লাইট করা হয়েছে, শিগগরিই সেটা নিয়মিত চালু হবে। বিমানের যারা কর্মকর্তা আছেন তারা বলছেন, এই ফ্লাইট কেন চালু করা হলো আমরা সেটা জানি না। এটা কোনোভাবেই ভায়াবল ফ্লাইট নয়। আসলে এটা করা হয়েছে একটা কারণে। বেগম পাড়ায় যারা যাতায়াত করেন তাদের সুবিধার জন্য। অথবা সরাসরি স্যুটকেসে ও ট্রাংকে ভরে টাকা পাচারের জন্য।’

তিনি বলেন, ‘সংসদে জনগণের দুর্ভোগ, সরকারের দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। কারণ এ সংসদে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। আমরা খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছি। যে পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং দুর্নীতি করা হচ্ছে, সেটার সঠিক পরিসংখ্যান আঁৎকে ওঠার মতো। একটা দেশ, যে দেশের মানুষ এত কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে তারা উপার্জন করছে এবং দেশটা গড়ছে সেই দেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে।’

সম্প্রতি পুলিশের এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তাদের নেত্রী নাকি? এক নম্বর মুক্তিযোদ্ধা।’ এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন বিএনপি মহাসচিব। ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগই শেষ সরকার নয়। এ ধরনের মন্তব্যের জন্য আপনাদের হিসাব দিতে হবে। কী করে একজন পুলিশ কমিশনার এ ধরনের কথা বলেছেন সেটা শুনে আমরা বিস্মিত হয়েছি। সরকারি কর্মকর্তা হয়ে তারা সম্পূর্ণভাবে রাজনৈতিক, অশালীন এবং শিষ্টাচারবহির্ভূত কথা বলতে পারেন, সেটা আমরা চিন্তাও করতে পারছি না। সরকারকে এই জায়গায় নিয়ে এসেছে আওয়ামী লীগ। অথচ সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক কথাবার্তা বলা কন্ডাক্টের বাইরে।

ডিএমপি কমিশনারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ফখরুল বলেন, ‘এ ধরনের দায়িত্বশীল উচ্চশিক্ষিত মানুষের মুখ থেকে যখন এমন কথাবার্তা আসে তখন এ জাতি এবং সরকার সম্পর্কে এবং তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়। আপনারা মনে করবেন না যে আওয়ামী লীগই শেষ। অবশ্যই পরিবর্তন হবে। সেই পরিবর্তনে এই জবাবদিহিগুলো আপনাদের করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারি কর্মকর্তাদের এমন আচরণেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর লজ্জাজনক নিষেধাজ্ঞা আসে। সরকারের বেআইনি হুকুম তালিম করতে গিয়ে সরকারি প্রতিষ্ঠানকে আপনারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছেন। বাংলাদেশের জনগণ এটাতে লজ্জিত হয়েছে। এটা আমাদের জন্য লজ্জা। আমাদের একটা প্রতিষ্ঠানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেটাও মানবাধিকার লঙ্ঘনের কারণে।’

অ্যাবের আয়োজনে আলোচনায় সভাপতিত্ব করেন প্রকৌশলী আ ন হ আখতার হোসাইন। বিষয়বস্তুর ওপর মূল প্রবন্ধ পাঠ করেন সহসভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ