আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় নবাবী ভোজ হোটেল-রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচ কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. হৃদয় (২১), সাইফুল ইসলাম (২২) আমিনুল ইসলাম (১৮), মিঠু (২৪) ও রাব্বি (২২)।
দগ্ধরা জানান, বিকেলে তারা রেস্টুরেন্টে কাজ করছিলেন। হঠাৎ চুলার পাশে গ্যাসের পাইপ থেকে লিকেজের শব্দ পান। এরপর তড়িঘড়ি সেটি বন্ধ করতে যান। তখনই বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা পাঁচ কর্মচারী দগ্ধ হন। পরে অন্য কর্মচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আমিনুলের ১৮, মিঠুর ১৫, রাব্বির ৩৫ শতাংশ, হৃদয়ের ২ ও সাইফুলের ১ শতাংশ দগ্ধ হয়েছে। আমিনুল, মিঠু ও রাব্বিকে ভর্তি রাখা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
-এএ