রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মাইশা মমতাজ মিম নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিম।

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুড়িল বিশ্বরোডে এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, সকালে দুর্ঘটনা কবলিত মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারী। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কেন এবং কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। বিষয়টি জানার চেষ্টা চলছে। নিহতের উত্তরার বাসায় যোগাযোগ করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ