আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর লালবাগের আজিমপুর নিউ পল্টন এলাকার একটি বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহা. মজনু (৩৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের সহকর্মী মুহা. সুমন জানান, আজিমপুর নিউপল্টন এলাকার ৬৩/৬৪ নম্বর বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মজনু। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,মজনুর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ আলী। আজিমপুরের শেখ সাহেব বাজার এলাকার ৪৪/জি নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতো মজনু। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
-এএ