রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


সাপ্তাহিক ছুটির দিনে পাটুরিয়া-দৌলতদিয়ায় তীব্র যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দিনভর তীব্র যানজটে নাকাল অবস্থা ছিল। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক শ যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে আছে।

বিআইডব্লিটসির আরিচা কার্যালয়ের উপব্যাবস্থাক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, এমনিতে সাপ্তাহিক বন্ধের দিনে অতিরিক্ত যানবাহনের চাপ থাকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। আবার রমজান মাস সামনে রেখে চাপ বেড়েছে পণ্যবাহী যানাবহনের। শুক্রবার সকাল থেকে পাটুরিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। শুক্রবার দিনভর প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগেছিল। এ নৌরুটে ছোট বড় মিলে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

একাধিক যানবাহন চালক দাবি করেন, যানজটের সুযোগ কাজে লাগিয়ে বিআইডব্লিউটিসির অসাধু কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় একটি শক্তিশালি সিন্ডিকেট গড়ে উঠেছে। স্বাভাবিকভাবে পণ্যবাহী ট্রাকে ফেরির সিরিয়াল নিতে দু-তিন দিন লেগে যাচ্ছে। আবার বাড়তি ৫০০ থেকে হাজার টাকা দিলেই দ্রুত মিলছে টিকেট। ফলে ঘাট যেন অসাধু চক্রের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

মামুন নামে সাতক্ষিরাগামী পণ্যবাহী ট্রাকের চালক বলেন, বুধবার রাতে এসেছি ঘাট এলাাকায়। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ফেরির সিরিয়াল পাইনি। অথচ কিছু যানবাহন ঘাটে আসা মাত্র বাড়তি ৭০০ টাকা দিয়ে ফেরির টিকিট সংগ্রহ করেছে।

সুলাইমান নামে আরেক ট্রাকচালক বলেন, অগ্রধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করা হলেও আমাদের পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়। ফলে আমাদের ট্রিপ কমে যাচ্ছে।

আসলাম নামে বাসচালক বলেন, ৩ ঘণ্টা বসে থেকে ফেরির দেখা মিলছে না। ফলে যাত্রীদের নিয়ে চরম কষ্টে আছি।

পাটুরিয়া ঘাটের ট্রাফিক পুলিশের সর্বশেষ খবর অনুযায়ী, শুক্রবার বিকাল ৫টার দিকে পাটুরিয়া ঘাটের দুই টার্মিনাল, মহাসড়ক ও উথুলি সংযোগ সড়ক মিলে ৭ শতাধিক পণ্যবাহী ট্রাক, আড়াই শতাধিক ব্যক্তিগত যানবাহন এবং অর্ধশতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় আছে।

বিআইডব্লিটসির আরিচা কার্যালয়ের উপব্যাবস্থাক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ঘাট এলাকায় নিয়ম মেনে টিকিট বিক্রি হচ্ছে। কোনো অনিয়মের খবর আমার জানা নেই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ