রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


খতিব মুফতি রুহুল আমীনকে মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাইআতুল উলয়ার সদস্য, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গার সভাপতি, আল্লামা শামসুল হক ফরিদপুরী (র.) এর সাহেবজাদা মুফতি রুহুল আমীন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি , আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের সদস্য ও জামেয়া হুসাইনিয়া গওহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানিয়েছেন তিনি।

বিবৃতিতে মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী বলেন, মুজাহিদে আ’জম আল্লামা শামসুল হক ফরিদপুরী (র.) দেশ, মানবতা ও ইসলামের কল্যাণে দীর্ঘ দিন কাজ করে গেছেন। তার মতো একজন আকাবিরের সন্তান আজ দেশের জাতীয় মসজিদের খতিবের আসনে বসেছেন এটি গর্বের বিষয়। দীনের খেদমত, দেশ ও জাতীর ধর্মীয় প্রয়োজনে তিনি সঠিক ও বলিষ্ঠ ভুমিকা রাখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

এর আগে গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি, মাওলানা শামছুল হক ফরীদপুরী (ছদর ছাহেব রহ.) এর ছেলে মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন ইন্তেকাল করেন। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকারমে প্রথম জুমা পড়িয়েছেন নতুন খতিব গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন। তার ইমামতিতে জুমা আদায় করতে করতে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে।

খতিব মুফতি রুহুল আমিন জুমার ইমামতির জন্য বেলা ১১:৩০ মিনিটে জাতীয় মসজিদে উপস্থিত হন। মসজিদে পৌঁছে প্রথমেই তিনি শুকরিয়ার নামাজ আদায় করেন। এরপর নির্ধারিত সময়ে মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন। নামাজ শেষে শুভাকাঙ্ক্ষী ও মুসল্লিদের সঙ্গে সাক্ষাত করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ