আওয়ার ইসলাম ডেস্ক: টিসিবির মাধ্যমে লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয়পন্য বিক্রয় করে সর্বসাধারণের নিকট মাত্রাতিরিক্ত দামে পন্য বিক্রয় নয়, ন্যায্য মূল্যে সর্বসাধারণের জন্য পন্য বিক্রির দাবি জানিয়েছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।
আজ শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মাহে রমজান এসেছে। এই রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও টিসিবির ট্রাকের বিক্রয় মূল্যে সর্বসাধারণের নিকট পন্য বিক্রির ব্যবস্থা করতে হবে।
রহমত মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। মুসলিম প্রধান বাংলাদেশে এই মাসে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টি শিক্ষার্থীদের জন্য তেমন কল্যাণ বয়ে আনবে না। বরং এ মাসে শিক্ষার্থীদেরকে নামাজ, রোজা ও কুরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করা ধর্মপ্রাণ অভিভাবকদের দাবি।
এনটি