রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতীকী অনশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী গণঅনশনে বসেছে বিএনপি।

শনিবার (২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ প্রতীকী গণঅনশন চলবে বলে জানিয়েছে বিএনপি নেতা আবদুস সাত্তার পাটোয়ারী।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতারা কর্মসূচিতে বক্তব্য রাখবেন।

অনশন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এজে ড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ