আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুফতী রুহুল আমীনকে খতীব পদে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
এক বিবৃতিতে তিনি বলেন, নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে জাতীয় মসজিদে একজন স্বনামধন্য বিশিষ্ট আলেমেদ্বীনকে নিয়োগ দেয়ায় জাতির বহু দিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, মুফতী রুহুল আমীন বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন মুজাহেদে আযম আল্লামা শামসুল হক ফরিদপুরী( সদর সাহেব হুজুর রহ,এর) সুযোগ্য সন্তান। আমরা আশাবাদী দলমতের উর্ধ্বে থেকে জাতিকে ঐক্যবদ্ধ রেখে তাঁর পিতার মতো সহীহ আক্বিদার প্রচার প্রসারও ইসলামের পক্ষে জোরালো ভূমিকা পালন করবেন।
তিনি নব নির্বাচিত খতীবের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
এনটি