সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


জাপানের আরও বিনিয়োগ চান বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের অবকাঠামো, শিল্পসহ নানান খাতে আরও বেশি জাপানি বিনিয়োগ চাই বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানির পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

রোববার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে জাপান-বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) শীর্ষক জরিপের ফলাফল উপস্থাপন শীর্ষক সেমিনারে জাপানি বিনিয়োগ বিষয়ে কথা বলেন মন্ত্রী।

সম্প্রতি এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে জাপানি কোম্পানিগুলোর ব্যবসার পরিস্থিতি নিয়ে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন বা জেট্রো একটি সমীক্ষা করেছিল। সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে থাকা ৬৮ শতাংশ জাপানি কোম্পানি আগামী এক থেকে দুই বছরে এ দেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায়।

জরিপে অংশ নেওয়া অধিকাংশ জাপানি কোম্পানি অনুকূল পরিবেশ থাকায় বাংলাদেশে ব্যবসা করার বিষয়ে আস্থা (ডিফিউশন ইনডেক্স) বৃদ্ধির কথা জানিয়েছিল।

জাপানি বিনিয়োগের সুযোগ করে দিতে সরকার বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার স্পেশাল ইকোনমিক জোন বানিয়েছে। যেখানে জাপানের বড় ধরনের বিনিয়োগ করার কথা রয়েছে। এ বিনিয়োগ হবে এশিয়ার মধ্যে বৃহত্তম।

বাংলাদেশে জাপানি বিনিয়োগের ব্যাপারে বাণিজ্যিমন্ত্রী বলেন, জাপানিরা তাদের জরিপে দেখিয়েছে যে, ৮৫ শতাংশ কোম্পানি দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চায়। আমরাও আমাদের দিক থেকে গবেষণা করব। দুই দেশের মধ্যে যেটা উইন উইন (লাভজনক) হয়, আমরা সে রকম সিদ্ধান্তই নেব।

তিনি বলেন, জাপান থেকে এখন আমাদের দেশে আরও বেশি বিনিয়োগ দরকার। দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানির পাশাপাশি বিনিয়োগও বাড়াতে হবে বলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ