বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


মুফতি তৈয়ব কাসিমী’র ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত শিক্ষা সচিব ও শাইখে সানী আল্লামা মুফতী তৈয়ব কাসেমী সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

তার ইন্তেকালে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম আজ এক শোক বিবৃতিতে বলেন, আল্লামা মুফতী তৈয়ব কাসেমী সাহেব স্বনামধন্য প্রতিষ্ঠান শায়খ যাকারিয়া ইসলামীক রিসার্চ সেন্টারের শিক্ষা সচিবের দায়িত্ব পালনের পূর্বে দীর্ঘ দিন দক্ষিণ এশিয়ার অন্যতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের উস্তাযুল হাদীস ছিলেন।

তিনি একজন মুহাক্কিক আলেম ছিলেন। তাঁর ইন্তেকালে বাংলাদেশ একজন প্রথিতযশা আলেমে দ্বীনকে হারালেন। দক্ষ-যোগ্য মনীষী ও উম্মতের রাহবার ওলামাদের সঙ্কটের এমন নাজুক মুহুর্তে তাঁরও চলে যাওয়া উম্মতে মুসলিমার মাঝে অনেক বড় সমষ্টিগত শূন্যতার পরিধিকে আরও বড় করলো।

নেতৃদ্বয় বলেন, আল্লামা মুফতী তৈয়ব কাসেমী ইসলামের প্রচার-প্রসারে, বিশেষ করে ইলমে হাদিসের খেদমতে পুরো জীবন ওয়াকফ করেছিলেন।

তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে অনেক মেহনত করে গেছেন। রেখে গেছেন হাজার হাজার ছাত্র ও শুভাকাঙ্ক্ষী। আমরা তাঁর আত্মার মাগফেরাত ও জান্নাতে সুউচ্চ মাকাম কামনা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ