বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


গাজীপুরে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশনের সিগন্যাল পয়েন্টে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৪ আগস্ট) রাত ৯টায় ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৫ থেকে ৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের একটি বগি লাইনচুত্য হয়ে উল্টে যায়। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ